ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বিশেষ অভিযানে ১০৩ জন মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
দিনাজপুরে বিশেষ অভিযানে ১০৩ জন মাদক বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় চলমান সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৩ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) গভীর রাত থেকে বুধবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন কেজি ২৩৫ গ্রাম গাঁজা, ১৯৫ পিস ইয়াবা, তিন দশমিক ৬৫ গ্রাম হেরোইন, ১৫৯ বোতল ফেনসিডিল, ১৪৬ লিটার চোলাই মদ ও নয় পিস নেশা জাতীয় অ্যাম্পল ইঞ্জেকশন জব্দ করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, পুলিশের চলমান বিশেষ সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পৃথকভাবে বিভিন্ন থানায় ১০২টি মাদকের মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।