ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

ঢাকা: রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে পল্লবীর চারলেন রাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় পথচারীরা রহমানকে উদ্ধার করে প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

পড়ে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনরা সকাল ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

আব্দুর রহমান বাংলানিউজকে জানান, তিনি মিরপুর ১০ ঝুটপট্টি এলাকার থাকেন। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। ভোরে বাসা থেকে কাপড় ক্রয় করতে বের হয়ে পল্লবী থানার দক্ষিণ পাশের চারলেন রাস্তা নামক স্থানে পোঁছালে তিন থেকে চারজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে।

এ সময় তিনি বাধা দিলে তার পেটে ও পিঠে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঢামেকে পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আব্দুর রহমান ঢামেকে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।