ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

পটুয়াখালী: পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার  সভাপতি নাছির উদ্দিন হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদারের বাসায় সোমবার (১৭ জুলাই) মধ্যরাতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

বাংলা‌দেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, জুলাই  ১৯, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।