ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতদিয়ায় ১০ দালাল আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
দৌলতদিয়ায় ১০ দালাল আটক আটক ১০ দালাল-ছবি-বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরির টিকিট দালাল চক্রের ১০ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জুড়ান মোল্লার পাড়ার রাজ্জাক মোল্লা, ফেলু মণ্ডলপাড়ার রুহুল আমিন, উজানচর দেওয়ানপাড়ার মিন্টু ফকির, বাহিরচর ছাত্তার মেম্বার পাড়ার সোহেল রানা, খানখানাপুর দত্তপাড়ার নুরুল ইসলাম, সোরহাব মণ্ডলের পাড়ার খোকন ফকির, ওমর আলী পাড়ার আজিবর মণ্ডল, গোয়ালন্দ কাজীপাড়ার মতিয়ার রহমান, দৌলতদিয়া হাজীপাড়ার হাফিজুল ইসলাম ও উম্বারকাজী পাড়ার ইকবাল হোসেন।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, আটকরা দৌলতদিয়া ঘাটের ফেরির টিকিট দালাল চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরিবহনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেরির টিকিট বিক্রি এবং ফেরিতে আগে পার করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে আসছে।  

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।