ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বীরগঞ্জে ভ‍ুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বীরগঞ্জে ভ‍ুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ কেন্দ্রে মো. মামুনুর রশিদ (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন এই রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মো. মামুনুর রশিদ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণীহাট গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক প্রভাষক আবু সাঈদ স্বাক্ষর নেওয়ার সময় মামুনুর নামের এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভ‍ুয়া পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন। মো. নুর নবী শাহের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন মামুনুর রশিদ।

আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১৯ জুলাই) সকালে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।