ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলগাজীতে ৪ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ফুলগাজীতে ৪ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পুলিশে সোপর্দ করা ৪ প্রতারক-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজীতে ৪ প্রতারককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালীরহাটে এ ঘটনা ঘটে।  

লক্ষীপুর জেলার রায়পুর থানার উত্তর চরলক্ষীর গ্রামের আবদুল ব্যাপারীর ছেলে মো. মনির হোসেন (৩৪), ফেনী শহরতলীর আলোকদিয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. মনোয়ার হোসেন মন্টু (৩৫) শহরের পেট্রো বাংলা এলাকার রফিক উদ্দিনের ছেলে সাইফ উদ্দিন (৪২) ও তার ভাই নিয়াজ খোরশেদ রুমেলকে (৪৫) পুলিশে সোপর্দ করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোর্শেদ জানান,ফুলগাজীর কালীরহাট বাজারে বিভিন্ন দোকানে ক্রেতা সেজে চুরি ও প্রতারণা করে টাকা ও মালামাল আত্মসাৎ করার সময় জনতার হাতে ধরা পড়ে চারজন। পরে স্থানীয় জনগণ তাদের আটক করে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।  

ওসি এমএম মোর্শেদ জানান, এ ব্যাপারে ফুলগাজী থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।