ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুসিক নির্বাচনে অনিয়মে ভোটকেন্দ্র ইনচার্জের শাস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
কুসিক নির্বাচনে অনিয়মে ভোটকেন্দ্র ইনচার্জের শাস্তি

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছিলো দু’টি কেন্দ্রে। ঘটনার তদন্ত করে দায়িত্বপালনে অবহেলা পাওয়ায় আইজিপিকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র ইনচার্জের (পুলিশের এএসআই) বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
 

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ অনুযায়ী, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাবিব মো. হালিমুজ্জামান আইজিপিকে পাঠিয়েছেন। যার একটি অনুলিপি মঙ্গলবার (১৭ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহকেও দেওয়া হয়েছে।

এর আগে তদন্ত করে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় ইসি।

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ এর ৫ ধারায়, দায়িত্বে অবহেলাকারীকে সাময়িক বরখাস্ত বা অপসারণের বিধান রয়েছে।

ইসির উপসচিব নুরুজ্জামান তালুকদার বাংলানিউজকে বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল।
 
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ৩০ মার্চ।
 
এদিকে, গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনেও জালভোট দেওয়ার ঘটনা ঘটে। এ অনিয়মের তদন্ত প্রতিবেদন বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় কমিশন বৈঠকে তোলা হবে।
 
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।