ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা শহীদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
মুক্তিযোদ্ধা শহীদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিঞাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ৩টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন।

১৭ জুলাই (সোমবার) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাসায় তিনি মারা যান।

মঙ্গলবার সকাল ১০টায় সান্তাহারেই প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাণীনগর মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে   দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বোদলা গ্রামে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিবের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় অংশ নেন- স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
জিওয়াই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।