ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে সরকারি কর্মচারীকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
অর্থ আত্মসাতের অভিযোগে সরকারি কর্মচারীকে কারাদণ্ড

ব‌রিশাল: জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সরকারি কর্মচারীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়াও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের দণ্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৮ জুলাই) এ দণ্ড দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হোসাইন।

রায় ঘোষণার সময় দণ্ডিত সুভাষ চন্দ্র দাস বাসু আদালতে উপস্থিত ছিলেন। তিনি নগরীর কালেক্টর কম্পাউন্ডের বাসিন্দা এবং জেলা প্রশাসক কার্যালয়ের মেকানিক।  

আদালত সূত্র জানায়, বাকেরগঞ্জের কাফিলা গ্রামের বাসিন্দা মহাদেব চন্দ্র দে’র সঙ্গে দণ্ডিত সুভাষ চন্দ্র দাস বাসু পূর্ব পরিচিত। সেই সুবাদে মহাদেব’র ছেলে গোপাল চন্দ্র দে’কে জেলা প্রশাসক কার্যালয় এমএলএসএস পদে চাকরি দেওয়ার জন্য ২০১৩ সালের ১৮ জুন ২ লাখ টাকা নেন। পরে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে অস্বীকার করেন বাসু।  

২০১৪ সালের ১৫ জুলাই বাসুদেবের বাসায় এসে টাকা ফেরত চাইলে টাকা নেওয়ার কথা অস্বীকার করে হত্যার হুমকি দেয়।  

এঘটনায় মহাদেব বাদী হয়ে ১৬ জুলাই আদালতে বাসুকে অভিযুক্ত করে মামলা করেন। মামলায় ৩ জনের সাক্ষ্য শেষে এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।