ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার রাজশাহী যাচ্ছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার রাজশাহী যাচ্ছেন

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দুই দিনের সরকারি সফরে ১৯ জুলাই (বুধবার) রাজশাহী যাচ্ছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, মন্ত্রী বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্সে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরে তিনি মেট্রোপলিটন পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরদিন ২০ জুলাই (বৃহস্পতিবার) স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

তিনি গোদাগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সুধী সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওইদিন তিনি দুপুরে বাংলাদেশ বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন বলেবও তথ্য বিবরণীতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।