ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার ময়মনসিংহে যাচ্ছেন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
প্রধান নির্বাচন কমিশনার ময়মনসিংহে যাচ্ছেন মঙ্গলবার

ময়মনসিংহ: প্রথমবারের মতো মঙ্গলবার (২৫ জুলাই) ময়মনসিংহে আসছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এদিন তিনি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এদিন সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করবেন।

 

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।