ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ

রাঙ্গামাটি: সাম্প্রতিক সময়ে পাহাড় ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কাপ্তাই  উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে ২০টি পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে এসব খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।

ইউএনও তারিকুল আলম জানান, এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা, টেউটিন, শাড়ি, লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, লবন, চিনি, মোমবাতি ও দিয়াশলাই।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।