ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারত থেকে ফেরার পথে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ মো. কলিম (৪০) নামে এক ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মুদ্রাপাচারকারী কলিম ভারতের ২৪ পরগনা জেলার বেলঘুরিয়া থানার  মেকেনজি গ্রামে মুসলিমের ছেলে।

বিজিবি জানায়, ভারত ফেরত যাত্রীদের ব্যাগ তল্লাশি করার সময় ভারতীয় নাগরিক কলিমের ব্যাগ থেকে সৌদি রিয়াল ৫৭ হাজার পাঁচশত, ভারতীয় রুপি ৮শত এবং বাংলাদেশি ৪ হাজার ৬শ ১২ টাকা পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মুদ্রাপাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এজেডএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।