ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ২ পুলিশ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ২ পুলিশ কারাগারে মতিউর (বামে) ও মইনুল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৭ জুলাই) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিরস্ট্রট শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইনুল হক ও সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক মতিউর রহমান।

 

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, অপহরণ ও চাঁদাবাজি
এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, একজন পরিবহন ব্যবসায়ী বাদী হয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গত ১৪ জুলাই মামলাটি দায়ের করেন। পরে ডিবি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব নেয়।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।