ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
কলাপাড়ায় বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন যৌথভাবে সোমবার (১৭ জুলাই) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে এ অভিযান চালায়।

অভিযানে ৪টি বেহুন্দি জাল, ১৮টি ভ্যাসাল জালসহ বিভিন্ন প্রজাতির অবৈধ জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা।  

জব্দ করা জালগুলো বিকেলে পুড়িয়ে ফেলা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।  

এসময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল, পুলিশের এএসআই রফিক প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ০৬০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad