ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কুষ্টিয়ায় ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কুষ্টিয়ায় ক্যাম্পেইন ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কুষ্টিয়ায় ক্যাম্পেইন

কুষ্টিয়া: ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এগিয়ে আসুন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করুন’ এ আহ্বানকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ায় লিফলেট ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেলে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাফ সংস্থার আয়োজনে এ লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হাসানুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক ডাক্তার (আরএমও) ডা. তাপস কুমার সরকার ও জুনিয়র কন্সালটেন্ট ইএনটি ডা. মো. আব্দুল মান্নান।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।