ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে প্লাস্টিক কারখানায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
যশোরে প্লাস্টিক কারখানায় জরিমানা যশোরে প্লাস্টিক কারখানায় জরিমানা

যশোর: যশোরে নিম্নমানের প্লাস্টিক রিসাইক্লিং পদ্ধতিকে মাইক্রোচিপ উৎপাদন ও ক্ষতিকর বর্জ্য ভৈরব নদে অপসারণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সদর উপজের শেখহাটি গ্রামের রিনা প্লাস্টিক কারখানায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই স্থানীয় মুকুল নামে এক ব্যক্তি রিনা প্লাস্টিক কারখানা গড়ে তোলেন।

এ কারখানায় নিম্নমানের প্লাস্টিক রিসাইক্লিং পদ্ধতিতে মাইক্রোচিপ উৎপাদন এবং ক্ষতিকর বর্জ্য ভৈরব নদে অপসারণ করা হচ্ছে জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। সত্যতা পেয়ে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় যশোর পরিবেশ অধিদপ্তরের বায়োকেমিস্ট নিখিল চন্দ্র ঢালীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।