ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৩শ’ গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৩শ’ গাড়ি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে৩ শতাধিক যানবাহন।

স্রোতের কারণে ফেরি পারাপারে বিঘ্ন ঘটছে। ফলে সোমবার (১৭ জুলাই) রাত ৮টার পর থেকে এই নৌরুটে ৮টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, দুপুর থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ কমতে শুরু করে। ঘাট এলাকায় আড়াইশ’ পণ্যবাহী ট্রাক ও ৫০টির মতো যাত্রীবাহী গাড়ি রয়েছে।

রোববার রাতে দুর্ঘটনা এড়াতে এবং ডুবচরে আটকা পড়ার আশঙ্কায় ৫টি ফেরি চলাচল করেছে। একই কারণে সোমবার রাতে ৮টি ফেরি চলাচল করছে। সন্ধ্যার পর থেকে ফেরিগুলো ধীরগতি নিয়ে চলাচল করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।