ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি ও অবৈধ অনুপ্রবেশকারীসহ আটজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের আলাদা অভিযানে তারা আটক হন।

আটক ও গ্রেফতাররা হলেন- মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বেনাপোল পোর্টথানার ভবারবেড় গ্রামের হাতেম আলীর ছেলে বারেক (৩০) ও নারানপুর গ্রামের আবেদার হোসেনের ছেলে হফিজুর রহমান (২৭)।

অপরদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন ভোলার নির্মল বাড়ই (৪৫), গোপালগঞ্জের সুভাষ (৫৫) ও পারুল রায় (৫৫), যশোরের রোকন (৩৩), ফরিদপুরের নিখিলেশ (৩৫) ও বিউটি গাইন (২২)।

পুলিশ ও বিজিবি স‍ূত্র জানায়, তাদের কাছে খবর আসে বিভিন্ন মামলার আসামি এলাকায় ফিরে অবস্থান করছেন ও অবৈধভাবে সীমান্ত পার হচ্ছেন। পরে তারা আলাদা অভিযানে আটজনকে আটক করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদ বিষয়টি বাংলানিউজকে জানিয়ে বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (১৮ জুলাই) যশোর আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।