ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড় সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
পঞ্চগড় সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক পঞ্চগড় সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

পঞ্চগড়: পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বালিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে বালিয়া সীমান্তের ৩৯৬/১আর পিলার সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল বাশার ও ভারতের পক্ষে ১৩৯ মরাগতি বিএসএফের ভারপ্রাপ্ত অধিনায়ক অশোক দেব নেতৃত্ব দেন।

দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, চোরাচালান বন্ধ, মাদক, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ৩০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আবুল হাশেম, কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফারুক, কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. জাকির হোসেন, ভারতের ১৩৯ মরাগতি বিএসএফের ডিসি জেএস চুহান, এসি ওম প্রকাশ, এসি প্রমত কুমারসহ দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
জিওয়াই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।