[x]
[x]
ঢাকা, শনিবার, ৩ আষাঢ় ১৪২৫, ১৬ জুন ২০১৮

bangla news

বরেন্দ্র গবেষণা জাদুঘরের অফিসসূচিতে পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৬:৩৮:৫১ পিএম
বরেন্দ্র জাদুঘর/ফাইল ফটো

বরেন্দ্র জাদুঘর/ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের অফিসসূচিতে পরিবর্তন আনা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনায় বিশ্ববিদ্যালয়ের অধীন এ জাদুঘরের সময়সূচিতেও এপরিবর্তন।

জাদুঘরের পরিচালক প্রফেসর ড. সুলতান আহমদ বাংলানিউজকে জানান, জাদুঘরের সাপ্তাহিক ছুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমতা রেখে পুনঃনির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সূচি ১৬ জুলাই থেকে কার্যকর হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, গ্রীষ্মকালে বছরের পয়লা এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।

শীতকালে ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অফিস চলবে। এখন থেকে সাপ্তাহিক ছুটি থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার।

নতুন অফিস সময়ে পরিদর্শনের জন্য জাদুঘরও খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa