ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ময়মনসিংহে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুস আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার চর জেলখানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়ার পর দীর্ঘ ছয় বছর তিনি পলাতক ছিলেন।

জানা যায়, ২০০৫ সালের ২১ জুন সদর উপজেলার চর জেলখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে ইউনুস আলী ও তার লোকজন। পরদিন নিহতের বাবা হাসমত আলী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ইউনুস আলীর যাবজ্জীবন সাজা হয়।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad