ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে মন্ত্রণালয়ের অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
শিবগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে মন্ত্রণালয়ের অনুদান ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, উপাসনালয় ও ঈদগাহে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে নিজ বাড়ি জালমাছমারী থেকে এ অনুদানের টাকা স্ব স্ব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি জানান, ৭৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি জামে মসজিদ, ১২টি মন্দির, ১৩টি মাদ্রাসা এবং ১১টি ঈদগাহে ধর্ম মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান দেয়া হয়।

তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন জেলায় অনুদান দিয়ে থাকে এটা জানার পর তিনি নিজ এলাকার জন্য কিছু অনুদানের ব্যবস্থা করেন।

শিবগঞ্জের উন্নয়নে ভবিষ্যতে তার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এর জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।