[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ বৈশাখ ১৪২৫, ২৬ এপ্রিল ২০১৮

bangla news

ছাগলনাইয়ায় গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৬:০০:৪১ পিএম
গাঁজাসহ আটক মো. আবুল কালাম ও  মো. ইসমাইল হোসেন/ছবি: বাংলানিউজ

গাঁজাসহ আটক মো. আবুল কালাম ও মো. ইসমাইল হোসেন/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ছাগলনাইয়া থেকে পিকআপ ভর্তি ১শ ২০ কেজি গাঁজা ও ৩শ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন- মো. আবুল কালাম (৩০) ও  মো. ইসমাইল হোসেন (২৫) ।

সোমবার (১৭ জুলাই) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৌর শহরের চৌধুরী রাস্তার মাথায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সড়কে সন্দেহজনক একটি পিকআপে (ঢাকা মেট্রো ম-৫১-৩৪১০) তল্লাশি চালিয়ে ১শ ২০ কেজি গাঁজা ও ৩শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় ওই পিকআপ থেকে মো. আবুল কালাম, ও মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়।

ওসি জানান, আটক আবুল কালাম উপজেলার মধ্যম মটুয়া গ্রামের আবদুল জলিল ও ইসমাইল হোসেন একই গ্রামের আবুল কাশেমের ছেলে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa