ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিক মেয়রের বিরুদ্ধে কলেজ এমডিকে লাঞ্ছিতের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
সিসিক মেয়রের বিরুদ্ধে কলেজ এমডিকে লাঞ্ছিতের অভিযোগ

সিলেট: সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ আব্দুল আহাদকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র সিসিক আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে।

সোমবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে মহানগরীর রাস্তা সম্প্রসারণ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ লাঞ্ছিতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ- ঘটনার কিছুক্ষণ আগে ডা. শাহ আব্দুল আহাদের সঙ্গে ফোনে কথা বলার পরই মেয়র দুই কাউন্সিলর রেজওয়ান আহমদ ও রাজিক মিয়াসহ ২০/২৫ যুবককে সঙ্গে নিয়ে ইউমেন্স মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালকের অফিসে যান এবং কোন কিছু বুঝে উঠার আগেই এমডিকে উপর্যপুরি চপেটাঘাত করে তাকে শাসিয়ে চলে যান।

এ ঘটনার পর অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন ড. আহাদ। চপেটাঘাতে ডা. আহাদের কান দিয়ে রক্ত বেরিয়েছে দাবি করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

খবর পেয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় আব্দুল আহাদ বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে সাংবাদিকদের জানান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস-চেয়ারম্যান বশির আহমদ।

উদ্ভুত পরিস্থিতিতে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।