ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে এমদাদুল হক মাঝি নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত এমদাদুল পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষীপুর এলাকার মৃত আব্দুস সামাদ মাঝির ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক বাংলানিউজকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুলাই বরিশাল নগরের কালিজিরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদুলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। ওইদিনই র‌্যাবের ডিএডি হাবিবুর রহমান কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ ৩০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।     

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ