[x]
[x]
ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪২৫, ২৫ জুন ২০১৮

bangla news

নওগাঁয় মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৫:০৫:৩৬ পিএম
এসময় আদিবাসীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এসময় আদিবাসীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

নওগাঁ: মাদককে না বলি, উন্নয়নের সঙ্গে থাকি- এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ হয়েছে। 

সোমবার (১৭ জুলাই) দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয়।

পল্লি সহযোগী বিষয়ক সংস্থা ‘আরকো’ আয়োজিত সামাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তোম কুমার দাস। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিব নাথ মিশ্র ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফটিক চন্দ্র ভট্টাচার্য বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী, আরকো’র চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডেভলপমেন্ট অরগানাইজার নুসরাত জাহান বৃষ্টিসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এসময় আদিবাসীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa