ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবাচিমে জোর করে ভুয়া প্রেসক্রিপশন নেওয়ার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
শেবাচিমে জোর করে ভুয়া প্রেসক্রিপশন নেওয়ার অভিযোগ

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ব্রাদারদের বিরুদ্ধে এক ইমারজেন্সি মেডিকেল অফিসারকে (ইএমও) চাপ প্রয়োগ করে ভুয়া প্রেসক্রিপশন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

জরুরি বিভাগের দায়িত্বরত ওই চিকিৎসক ডা. রিফাত আহমেদ হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মঙ্গলবার (১৮ জুলাই) সাধারণ ডায়েরি করা হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ডা. রিফাত সোমবার (১৭ জ‍ুলাই) তার দায়িত্ব পালনকালে বেলা ২টার দিকে ব্রাদার (নার্স) কাদের এবং শাহাবুদ্দিনসহ ৮/১০ জন অসমপূর্ণ তথ্য দিয়ে জোর করে ব্যক্তিগত চিকিৎসাপত্রের পেছনের তারিখে ভ‍ুয়া প্রেসক্রিপশন নেয়।  

অভিযোগে চিকিৎসকের অনিচ্ছা এবং অজ্ঞতার সুযোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ব্রাদার শাহাবুদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

রোববার (১৬ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহপরিচালক দফতর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিন স্টাফ নার্সকে বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে সিনিয়র স্টাফ নার্স মো. শাহাবুদ্দিন খান ও স্টাফ নার্স আব্দুল কাদের খান রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।