[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪২৫, ২৪ এপ্রিল ২০১৮

bangla news

বগুড়ায় মাসুক হত্যার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৪:৩৯:৩২ পিএম
বগুড়ায় মাসুক হত্যার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বগুড়ায় মাসুক হত্যার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় এসওএস স্কুলের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলার আসামিদের গ্রেফতার ‍ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমিক জোট জেলা শাখা।

সোমবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় শ্রমিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন খান রতন, আব্দুল মালেক সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি, অ্যাডভোকেট হাবিবুর রহমান, কামরুল ইসলাম, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সদর থানা জাসদের সভাপতি হারুনার রশিদ চৌধুরী, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, জেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, সংযুক্ত শ্রমিক ফেডারেশন নেতা মুনছুর আলী, ফারুক আহম্মেদ পিটু, হোটেল শ্রমিক নেতা আনছার আলী, আব্দুল লতিফ বাচ্চু, আশরাফুল হক, মঞ্জুর হোসেন চমন, শিপু মন্ডল, সেলুন শ্রমিক নেতা আবুল কালাম লাডলা, জাহাঙ্গীর মিয়া, বেকারী শ্রমিক নেতা হাসান তালুকদার, ছারোয়ার হোসেন, নুর মোহাম্মদ রাঙ্গা, রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, মেধাবী ছাত্র মাসুক হত্যাকাণ্ডের দু’মাস পেরিয়ে গেছে। কিন্তু মামলার আসামিরা গ্রেফতার হচ্ছে না। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

নিহত মাসুক জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক এমদাদের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমবিএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa