ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকুনগুনিয়া মহামারি, দায় সবার  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
চিকুনগুনিয়া মহামারি, দায় সবার   বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন-ছবি-কাশেম হারুন

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের বালাইনাশক বিভাগ-সবার অবহেলার কারণেই চিকুনগুনিয়া মহামারি রূপ নিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।  

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করে।
 
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রাক্তন ডিজি ড. আলাউদ্দিন পিকে, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট ইসরাত জাহান, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন উর রশিদ প্রমুখ।


 
এসময় বক্তারা বলেন, চিকুনগুনিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের বালাইনাশক বিভাগ একে অপরের উপর দায় চাপাচ্ছে। কোনো মন্ত্রণালয় বা দফতর আশানুরূপ পদক্ষেপ নিচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে আমরা জনগণ কার কাছে যাবো।
 
বক্তারা আরও বলেন, সংবিধান অনুযায়ী আমাদের সামনে সংশ্লিষ্ট দফতরগুলো জবাবদিহি করতে বাধ্য। তাদের জবাবদিহি করতে হবে চিকুনগুনিয়া প্রতিরোধে তারা কি ব্যবস্থা নিয়েছে। কিন্ত তারা সেটা না করে দায় এড়ানোর চেষ্টা করছে।  
 
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সমালোচনা করে তারা বলেন, মেয়র আনিসুল হক সংবাদ সম্মেলন করে চিকুনগুনিয়ার দায় নিতে অস্বীকার করেছেন। কিন্ত সিটি করপোরেশন কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। কারণ তারা তাদের দায়িত্বে থাকা ড্রেন, ডোবা- নালা, খাল, রাস্তা-ঘাট পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসআইজে/আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad