ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢামেকে বাজনাদারের চাকরির কথা ভাবছেন চিকিৎসকরা

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ঢামেকে বাজনাদারের চাকরির কথা ভাবছেন চিকিৎসকরা সুস্থ আছেন আবুল বাজনাদার- ছবি: বাংলানিউজ

ঢাকা: বৃক্ষ মানব আবুল বাজনাদারের সর্বশেষ অস্ত্রোপচার গত সপ্তাহে সম্পন্ন হয়েছে।  

সোমবার (১৭ জুলাই) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, গত দেড় বছরে আবুল বাজনাদারের মোট ২৪টি অস্ত্রোপচার করা হয়।

এখন তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

সামন্ত লাল বলেন, অপারেশনগুলো সম্পন্ন হওয়ার পর বাজনাদার ভালো আছেন। এখনো তিনি বার্ন ইউনিটে রয়েছে।  

তিনি বলেন, তার শারীরিক অবস্থা দেখে আমরা ধারনা করছি তার হাতে ও পায়ে আবার গাছের শিকড়ের মতো বের হতে পারে। তবে আগের মতো হবে হবে না। এজন্য তাকে সব সময় চিকিৎসকদের কাছাকাছি থাকতে হবে। আমরা চিন্তা-ভাবনা করছি ‍তাকে বার্ন ইউনিটে একটি চাকরি দেওয়া যায় কিনা। চাকরি হলে সে সব সময় চিকিৎসকদের কাছাকাছি থাকবে।

দেড় বছর আগে আবুল বাজনাদারকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা বোর্ড করে তার চিকিৎসা করেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এজেডএস/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।