[x]
[x]
ঢাকা, বুধবার, ৭ আষাঢ় ১৪২৫, ২০ জুন ২০১৮

bangla news

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৩:১২:২৭ পিএম
কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে রেলপথ পার হওয়ার সময় বাবুল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে শিবপুর রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল শিবপুর ব্রাহ্মণপাড়ার শহিদুল ইসলামের ছেলে। সে খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম জানান, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল বাবুল। শিবপুর ব্রিজের পাশে রেলপথ পার হওয়ার সময় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, আমরা স্থানীয়ভাবে খবর পেয়েছি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa