ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে যুবদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
নাটোরে যুবদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নাটোর: নাটোরে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগের বাড়ি থেকে দেশি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) দিনগত রাত তিনটার দিকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর আগে রাত ১০টার দিকে শহরের চৗকিরপাড় থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকার মজিবুল হকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, পাঁচটি মামলায় সোহাগের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এদিকে, সোহাগের বোন রূপালী খাতুন অভিযোগ করে বাংলানিউজকে জানান, পুলিশ তাদের বাড়িতে কোনো অস্ত্র পায়নি। তল্লাশির নামে নাটক সাজিয়ে সোহাগকে ফাঁসানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।