[x]
[x]
ঢাকা, বুধবার, ৭ আষাঢ় ১৪২৫, ২০ জুন ২০১৮

bangla news

নির্মাণ শ্রমিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ১:৪৬:২৮ পিএম
নির্মাণ শ্রমিকের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন- বাংলানিউজ

নির্মাণ শ্রমিকের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন- বাংলানিউজ

বরিশাল: ইমারত নির্মাণ শ্রমিক আজাদ শিকদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে জেলা ইমারত নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ বরিশাল বিভাগীয় শাখা। 

পরিষদের সভাপতি আ. জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভ্পাতি অ্যাড. এ কে আজাদ, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস কালু, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সভাপতি আইয়ুব আলী, গণসংহতি আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একদিন কাজে না যাওয়ায় গত ৩০ এপ্রিল নগরের রূপাতলী ধান গবেষণা সড়কে আজাদ শিকদারকে বেদম মারধর এবং দেয়ালে মাথা ঠুকিয়ে গুরুতর আহত করেন স্থানীয় বাড়িওয়ালা মো. কবির।
পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রি আজাদ মারা যায়। 

এ ঘটনায় আজাদের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

এসময় তারা আজাদের হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জোর দাবি জানান। অন্যথায় নির্মাণ শ্রমিক সংগঠনগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa