[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১১ বৈশাখ ১৪২৫, ২৪ এপ্রিল ২০১৮

bangla news

গোপালগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ১:৩১:২৭ পিএম
আটক (প্রতীকী)

আটক (প্রতীকী)

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলার ৫ থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় গোপালগঞ্জ সদর থানা ২২ জন, কোটালীপাড়া থানা পুলিশ ১৩, মুকসুদপুর থানা পুলিশ ১১, কাশিয়ানী থানা পুলিশ ৬ ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত, মাদক, জুয়া ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। গ্রেফতারকতদের দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa