ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে সোয়া এক কেজি স্বর্ণেরবারসহ যাত্রী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বেনাপোলে সোয়া এক কেজি স্বর্ণেরবারসহ যাত্রী আটক আটক

বেনাপোল (যশোর): ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণেরবারসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক যাত্রী আটক হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যা তাকে আটক করেন। স্বর্ণপাচারকারী সেলিম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বলয় এলাকার সামসুল হক হাওলাদারের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মুতালিব বাংলানিউজকে জানান, পাচারের বিষয়ে গোপন খবর ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাকে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্য থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণেরবার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ নিয়ে গত এক সপ্তাহে চারটি স্বর্ণের চালানসহ চার বাংলাদেশি যাত্রীকে আটক করলো কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ