ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
উল্লাপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে অবিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বড়হর ইউনিয়নের ডেফলবাড়ী এলাকায় ফুলজোড় নদীর শাখা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অবিরন নেছা ডেফলবাড়ী গ্রামের মৃত আখের আলীর স্ত্রী।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল দিনার জানান, বৃদ্ধা অবিরন রোববার বিকেলে ফুলজোড় নদীর শাখায় (স্থানীয় ভাষায় কোলা) পাট ধোয়ার কাজ করছিলেন। কাজের ফাঁকে পা পিছলে কোলার পানিতে পড়ে যান তিনি।

সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নিজেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। পরে কোলায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।