ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘোড়াঘাটে হত্যা মামলায় আরো এক নারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ঘোড়াঘাটে হত্যা মামলায় আরো এক নারী গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেং গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুস সামাদ নিহতের ঘটনায় সুফিয়া বেগম (৪৮) নামে আরো এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুফিয়া একই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিজ বাড়ি থেকে সুফিয়াকে গ্রেফতার করা হয়। তিনি সামাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি। সোমবার (১৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

১০ জুলাই সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে সামাদ গুরুতর ‍আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার (১৬ জুলাই) সাক‍ালে তিনি মারা যান।

এঘটনায় রোববার বিকেলে রোজিনা ও রাতে সুফিয়া নামে দুই নারীকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad