ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বান্দরবানে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে ১৮ বস্তা চোরাই মালামাল উদ্ধার করে।

রোববার (১৬ জুলাই) বিকেলে উপজেলার মায়ানমার-তুমব্রু সীমান্তের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন- সিপাহী মো. আল আমিন ও সিপাহী মো. রুবেল।

স্থানীয়রা জানান, তুমব্রুর কোনাপাড়া সীমান্ত দিয়ে ১৫-২০ জনের একটি চোরাকারবারী দল বাংলাদেশ থেকে মিয়ানমারে চোরাই মালামাল পাচার করছিল। এসময় বিজিবির সদস্যরা তাদের বাধা দিলে চোরাকারবারীরা লাঠি, বল্লম, ছুরি নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান বাংলানিউজকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।