ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে মহাসড়কে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
সিরাজগঞ্জে মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পুরাতন নলকা সেতুর উপর ট্রাক বিকল হয়ে পড়ায় সেতুর উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা পর্যন্ত অন্তত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নলকা সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ায় একটি লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এতেকরে মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গণি বাংলানিউজকে জানান, সেতুর উপর গাড়িটি বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। সেতুর উপর থেকে বিকল যানবাহনটি অপসারণ করা হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।