ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়ায় বাড়ছে পণ্যবাহী যানবাহনের লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
শিমুলিয়ায় বাড়ছে পণ্যবাহী যানবাহনের লাইন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পণ্যবাহী যানবাহনের লাইন বেড়েই চলেছে।

রোববার (১৬ জুলাই) বিকেলে দেখা যায়, শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। পদ্মার তীব্র স্রোত ও লৌহজং টার্নিং পয়েন্টে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে জানান, পারের অপেক্ষায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে অবস্থান করছে। সকাল থেকে ১০টি ফেরি পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করছে। লৌহজং টার্নিং পয়েন্টে প্রবল স্রোতের কারণে ফেরিগুলো চলতে হিমশিম খাচ্ছে। এদিকে রাতে দ‍ুর্ঘটনা এড়াতে ফেরিগুলো ধীরগতিতে চলাচল করে তাই বেশি সময় লাগছে।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।