ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি, জাবিতে অনশন অব্যাহত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি, জাবিতে অনশন অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): শিক্ষার্থীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ৪ ছাত্র-ছাত্রীর অনশন এখনও অব্যাহত রয়েছে। 

তবে জরুরি সিন্ডিকেট বৈঠকে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত না হলেও শিক্ষার্থীদের অনশন তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

রাত ৮টায় সংবাদমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারাধীন ও
তদন্তাধীন বিষয়কে প্রভাবিত করা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হচ্ছে।  

এদিকে অনশনরত দুই শিক্ষার্থী পূজা বিশ্বাস ও সর্দার জাহিদুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৫ জুলাই) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করেন তারা। পরে রোববার (১৬ জুলাই) তাদের সঙ্গে যোগ দেন তাহমিনা জাহান ও খান মুনতাছির আরমান।  

গত ২৭ মে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন  ঘেরাও করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে।  

এ ঘটনায় ৫৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে জাবি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।