ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ১৪

নীলফামারী: নীলফামারীতে জামায়াত নেতাসহ বিভিন্ন মামলার ১৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১৫ জুলাই) রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ডুগডুগি বড়গাছা পাটোয়ারীপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামায়াত নেতা আসাদুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অন্য আসামিদের মধ্যে ডোমার উপজেলার ২ জন, নীলফামারী সদরের ৩, সৈয়দপুর উপজেলার ২, ডিমলা উপজেলার ১, জলঢাকা উপজেলার ৪ ও কিশোরীগঞ্জ উপজেলার ২ জন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।