ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোমনা আ’লীগ সভাপতিকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
হোমনা আ’লীগ সভাপতিকে শোকজ

কুমিল্লা: কুমিল্লার হোমনায় যুবলীগ নেতা মুসলেম হত্যা মামলার আসামি ও বিএনপি নেতাকে আওয়ামী লীগের সদস্য করায় দলটির উপজেলা সভাপতি আব্দুল মজিদকে শোকজ করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়।  

জানা যায়, আসাদপুর ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে ২০১০ সালে ১২ মার্চ রাতে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে নির্মমভাবে খুন করা হয় যুবলীগ নেতা মো. মুসলেম উদ্দিনকে।

ওই মামলায় আসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জালাল পাঠানকে ১নং আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি এখনও বিচারাধীন।

দলীয় নেতাকর্মীদের সাথে কোনোরকম আলোচনা ছাড়াই গঠনতন্ত্র অমান্য করে বিএনপি নেতাকে আওয়ামী লীগে অর্ন্তভুক্ত করায় এ শোকজ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। চিঠিতে সাত দিনের মধ্যে এ ঘটনার কারণ দর্শানোর কথা বলা হয়েছে।  

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, জালাল মামলা থেকে বাঁচার জন্য সভাপতির সাথে লিয়াজোঁ করে আওয়ামী লীগে যোগ দিয়েছে।

এ বিষয়ে আবদুল মজিদ বলেন, দলে লোক আসতে চাইলে বাধা কোথায়? এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
জিওয়াই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।