ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৭০ ঘণ্টার চেষ্টায় বাঁধের ভাঙন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
৭০ ঘণ্টার চেষ্টায় বাঁধের ভাঙন বন্ধ বাহুকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন বন্ধ

সিরাজগঞ্জ: টানা ৭০ ঘণ্টা কাজ করার পর সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন বন্ধ হয়েছে।

যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের এই ভাঙন ঠোকানোর কাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর ১১ রিভার ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যার আগে বাঁধটির ভাঙনের মুখ পুরোপুরি বন্ধ হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকার বন্যা নিয়ন্ত্রণ সংযোগ বাঁধটির ২০ মিটার এলাকা ভেঙে যায়। যমুনার পানির প্রবল স্রোতে বাঁধটির ভাঙনের ফলে মুহূর্তের মধ্যেই পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

ভাঙন মুখ বন্ধ করতে শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে সেনাবাহিনীর সহায়তায় বালুভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে পাউবো।
৭০ ঘণ্টা জিও ব্যাগ ডাম্পিং করার পর রোববার সন্ধ্যায় ভাঙন বন্ধ হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম রোববার সন্ধ্যায় বাংলানিউজকে জানান, যমুনার পানির প্রবল স্রোতে বৃহস্পতিবার রাতে বাঁধটি ভেঙে যায়। তবে ভাঙনরোধে সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার সকাল থেকে কাজ শুরু হয়। টানা ৭০ ঘণ্টা কাজ করার পর ভাঙন বন্ধ হয়।
 
তিনি বলেন, এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আরও কয়েকদিন কাজ করে বাঁধটিকে শক্তিশালী করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।