ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধী স্কুলে পুলিশ সুপারের টেবিল টেনিস বোর্ড উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
প্রতিবন্ধী স্কুলে পুলিশ সুপারের টেবিল টেনিস বোর্ড উপহার ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

মাগুরা: মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের জন্য একটি টেবিল টেনিস বোর্ড উপহার দিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান।

রোববার (১৬ জুলাই) বিকেলে তিনি বিদ্যালয়টি পরিদর্শন শেষে এ উপহারের ঘোষণা দেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের নিজস্ব স্থায়ী কার্যালয় ও অন্যান্য উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রোস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মাখন, সহ সভাপতি আবুল হোসেন খান, বাবর আলী ও প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন প্রমুখ।

৪ বছর ধরে মাগুরার একমাত্র বিশেষায়িত এ স্কুলটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্কুলে বর্তমানে ৫৩ জন শিশু নিয়মিত ক্লাস করছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।