ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ক্যান্সার আক্রান্তদের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বরিশালে ক্যান্সার আক্রান্তদের চেক বিতরণ

ব‌রিশাল: ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪৩ জন নারী-পুরুষের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।  

রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সভা কক্ষে ‘সমাজসেবা অধিদপ্তর’র আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রকল্প কর্মসূচির আওতায় ৪৩ জন নারী-পুরুষের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

 

এসময় জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, সমাজসেবার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএস/‌এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।