ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোল্ডিং ট্যাক্স কম‍ানোর আশ্বাস মেয়র বুলবুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
হোল্ডিং ট্যাক্স কম‍ানোর আশ্বাস মেয়র বুলবুলের নিজ কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল/ছবি: বাংলানিউজ

রাজশাহী: আইনি প্রক্রিয়া শেষ হলে শিগগিরই হোল্ডিং ট্যাক্স কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও নাগরিক সমন্বয় কমিটির নেতারা রোববার (১৬ জুলাই) বিকেলে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বিষয়ে কথা বলতে গেলে মেয়র বুলবুল এ প্রতিশ্রুতি দেন।

বুলবুল বলেন, রাজশাহী সিটি করপোরেশন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিষ্ঠান।

জনগণের সম্পৃক্ততা নিয়ে সব কাজ করতে হয়। হোল্ডিং ট্যাক্সের বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সাধারণ সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হোল্ডিং ট্যাক্স প্রতি স্কয়ার ফ‍ুট ১ টাকা ২০ পয়সা থেকে যত সম্ভব কমানো হবে।

এ সময় রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম, সদস্য সচিব মো. ফরিদ মামুদ হাসান, চেম্বারের সাবেক পরিচালক মজিবর রহমান দুলাল, আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আলী আকবর প্রামাণিক, মেস মালিক সমিতির সম্পাদক মো. ইসমাইল হোসেন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।