ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
সুনামগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৬ জুলাই) ভোর ৬টার দিকে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের সুনামগঞ্জ-দিরাই সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জের চুরারুঘাট উপজেলার আব্দুল মনাফের ছেলে আব্দুল জলিল (৩২) ও একই উপজেলার মো. মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সুমন (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব চৌধুরী বাংলানিউজকে জানান, ভোরে একটি মিনি পিকআপভ্যানে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশে হবিগঞ্জের চুনারুঘাট থেকে সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের নারায়ণপুর যাচ্ছিলেন ওই দুই মাদক ব্যবসায়ী। পথে সুনামগঞ্জ-দিরাই সড়ক এলে তাদের গাড়ি গতিরোধ করা হয়। পরে গাড়িতে কি আছে জিজ্ঞেস করলে তারা পালিয়ে যেতে চান। এসময় পুলিশের সহযোগিতা ৬০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।