ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মানিক (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

রোববার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
  
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৩৬৫) জামালপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।

শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টার দিকে ট্রাক চালক মানিকের মৃত্যু হয়।  

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমবিএইচ/আরআর
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।